ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শাহ সিমেন্টের নির্মাণ সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় মোহনা ক্লিনিকের অডিটোরিয়ামে নির্মাণ সাথী প্রোগ্রামের আয়োজন করেন উপজেলার ভবানীগঞ্জ বাজারের শাহ সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার নিপা হার্ডওয়্যার।
শাহ সিমেন্ট এরই মধ্যে দেশব্যাপী মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে। শাহ সিমেন্ট মানুষের দোড়গড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যেই নির্মাণ কাজে নিয়োজিত রাজমিস্ত্রীদের নিয়ে সাথী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
শাহ সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার নিপা হার্ডওয়্যারের প্রোপাইটার রাফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার আল মারুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহ সিমেন্ট এর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের এরিয়া ম্যানেজার মাহমুদুর রহমান, প্রকৌশলী শাহেদ আহম্মেদ শান্ত, স্থানীয় প্রতিনিধি রতন কুমার দত্ত।
রাজমিস্ত্রিদের মধ্যে বক্তব্য রাখেন, আহম্মেদ আলী, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মুনতাজ আলী, দেলওয়ার প্রমুখ।
নির্মাণ সাথী প্রোগ্রামে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন নির্মাণ সাথী। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নির্মাণ সাথীদের হাতে শাহ সিমেন্টের পক্ষ থেকে সৌজন্যমূলক উপহার প্রদান করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew