ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডেঙ্গুর মারাক্ত মরণ কামড় এর পরেও মশা নিধন ও সচেতন মূলক কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেনা প্রশাসনিক কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বদ্ধ জলাশয় ও নর্দমায় আবর্জনার স্তুপ অপরিস্কারের কারণে মশার প্রভাব বেড়েছে কয়েক গুন।
স্থানীয়দের অভিযোগ প্রতিবছর বাজেটে মশা নিধনে মোটা অংকের বরাদ্দ হলেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষ নানা অযুহাতে তাদের দায় সারছেন। তবে বিগত বছরের চেয়ে এবার মাত্রাতিরিক্ত মশার উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ লোকজন ডেঙ্গু আতংকে ভুগছেন।
জানা গেছে, উপজেলা পরিষদ ও পৌরসভায় মশা নিধনের একাধিক ফগার মেশিন রয়েছে। বছরে দু’একদিন উপজেলা পরিষদ চত্বরে ঔষুধ ছিটানো হলেও ইউনিয়ন ও ওয়ার্ড গুলোতে কখনোই মশা নিধন কার্যক্রম হয়নি সঠিক সময়ে। অপরদিকে পুঠিয়া পৌরসভা গঠনের ২৪ বছরেও সুবিধা বঞ্চিত পৌরবাসী। কিন্তু নাগরিক সুবিধার্থে নিয়মিত এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন, সড়ক বাতি, পানি নিস্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ ও মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখার নিয়ম রয়েছে। এদিকে পৌরসভা গঠনের পর দীর্ঘ ১৪ বছর প্রশাসক ও প্রায় ৯ বছর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি (মেয়র) দ্বায়িত্ব পালন করছেন। পূণরায় আবার প্রশাসক নিয়োগ করা হলোও এখনো পৌরবাসী মশা নিধনের কোনো সুবিধা পায়নি বলে অভিযোগ উঠেছে।
কামরুজ্জামান নামে একজন পৌরবাসী বলেন, নিয়মিত কর দিয়েও নাগরিকরা তাদের প্রাপ্য সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত। এ যাবত পর্যন্ত আমাদের এলাকায় কখনও মশা মারার কার্যক্রম চালায়নি পৌরসভা। অনেক সময় লোকমুখে জানা যায় মশা নিধনের জন্য পৌরসভা কর্তৃক মশা নিধনের জন্য ব্যবস্থা গ্রহণ করলেও, এলাকার মোড়ে দুই এক মিনিট মেশিন চালানো পরে বলে তেল শেষ অথবা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে দেখিয়ে চলে যায়।
সংশ্লিষ্ট ইউপি এলাকার জনপ্রতিনিধিরা বলছেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গু মারাত্মক আঁকা ধারণ করেছে বিষয়টি যেমন সত্য। আমরা এখন পর্যন্ত আমাদের এলাকায় মশা নিধনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ কথাটি সত্য। আর তৃণমূল পর্যায়ে মশা নিধনে কখনোই কোনো কার্যক্রম বাস্তবায়িত হয়নি। তবে পরিষদ থেকে বরাদ্দ দেয়া হলে অবশ্যই আমরা তা বাস্তবায়ন করবো।
এ বিষয়ে পৌরসভার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, আমরা বেশ কয়েটি ওয়ার্ডের ইতিমধ্যেই মশা নিধনের কার্যক্রম চলমান রেখেছি। মশা নিধনের ঔষুধ শেষ হবার কারণে এই মুহূর্তে কার্যক্রম বন্ধ আছে দুই এক দিনের মধ্যে ঔষুধ চলে আসবে আবার পূর্ণ রায় কার্যকর শুরু হবে। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে সাধারণ নাগরিকদের সচেতন করা হচ্ছে ।
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের মশা নিধনের জন্য একটি নির্দেশনা সময় নির্ধারণ করে দেওয়া আছে। আর উপজেলা পরিষদে মশা নিধনের ফগার মেশিন আছে। কোনো চেয়ারম্যান চাইলে আমরা সে ফগার গুলো সরবরাহ করা হবে। ছাড়াও সচেতনামূলক লিফলেটের বিতরণের কার্যক্রম চলছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew