ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করে একাত্তর নেটওয়ার্ক। বুধবার সকার ৮ টার দিকে ৭১ নেটওয়ার্কের সহযোগি সংস্থা সমূহের সদস্যদের নিয়ে নগরীর ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৭১ নেটওয়ার্কের সদস্য ও রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশর(রুডো) নির্বাহী পরিচালক সোহাগ আলী, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)’র প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন রনি, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম সহকারি রিমি আকতার, পিনাকল স্টাডি হোমের শিক্ষিকা চামেলী খাতুন, টুম্পা পাল প্রমুখ।
বিজয় দিবসের কর্মসূচীতে ৭১ নেটওয়ার্কের সদস্য সংস্থা হিসেবে অংশগ্রহণ করেন আসাউস, আদিবাসী সমাজ বিনির্মাণ ও উন্নয়ন সংস্থা, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, নারী হস্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠান এর প্রতিনিধিরা।