ধূমকেতু প্রতিবেদক : আজ ৪ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার দেশের ভিন্নধারার বাংলা অনলাইন পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ (dhumkatunews.com) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ স্লোগানকে ধারণ করে ২০২০ সালে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের।
হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল চারটি বছর। সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার চলার পথে ৪র্থ বছর পেরিয়ে ৫ম বছরে পা রাখলো অনলাইন নিউজ পোর্টালটি। পাঠক প্রিয়তার মেলবন্ধনে সকলের আস্থার পাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে পত্রিকাটি।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ধূমকেতু নিউজের সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। এই বিশেষ দিনে ধূমকেতু নিউজ জানাচ্ছে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন অফিসে একটি কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি আন্জুমান আরা পারভীন লিপি।
এ বছর ভিন্ন আঙ্গিকেই সাজানো হয়েছে প্রতিষ্ঠাবাষিকীর অনুষ্ঠানটি। কেক কাটা শেষে রাজশাহীর ২ জনকে দেওয়া হবে গুণীজন সংবর্ধনা।
ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির বলেন, ধূমকেতু নিউজ এর জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করেছি দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরতে। আমাদের দক্ষ সংবাদকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ ধূমকেতু নিউজ ৪ বছর পূর্ণ করে ৫ বছরে পা দিতে সক্ষম হয়েছে ও লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের এ পথ চলায় সকলের প্রতি রইলো অভিরাম ভালোবাসা ও শ্রদ্ধা।
এদিকে ধূমকেতু নিউজ এর সম্পাদক মাহাবুবুর রহমান জানান, ধূমকেতু নিউজ ৪র্থ বছর পূর্ণ করে ৫ম বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধূমকেতু নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে।
তিনি আরও বলেন, শুধু রাজশাহী নয় বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাঠকের হাতে পৌছে দিতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং আমাদের এই অনলাইন পত্রিকাকে বিশ্বের কাছে তুলে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের অনেক জেলায় আমরা তরুণ ও মেধাবী সাংবাদিক নিয়ে কাজ করছি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/