ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাট পৌরসভার নাওদাড়া মোক্তারপুরের নিজ বাসা থেকে গত ১০ নভেম্বর আনুমানিক ভোর ৬ টায় বাড়ি থেকে বের হয় নাজমা বেগম (৫৯) নামের এক বৃদ্ধা নারী।
এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না বলে গণমাধ্যমকে জানান নিঁখোজ নাজমা বেগমের প্রতিবন্ধী বড় ছেলে মাইনুল হক (৩৯)।
বিষয়টি চারঘাট পৌরসভায় জানাজানি হলে একই গ্রামের আক্তার আলীর ছেলে এনামুল নিখোঁজের পরিবারকে জানান, আনুমানিক সকাল ৯টায় মহানন্দা ট্রেনে তাকে উঠতে দেখেছেন। এরপর থেকে আজ পর্যন্ত নাজমা বেগমের সন্ধান মেলেনি।
এবিষয়ে নাজমা বেগমের প্রতিবন্ধী ছেলে মাইনুল হক বিগত ২৪ ডিসেম্বর চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সেখানে প্রতিবন্ধী মাইনুল হক উল্লেখ করেন, সারদা রেলওয়ে স্টেশনের সামনে নিজের অজান্তে হারিয়ে গেছেন তার মা। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হলেও প্রায় ৩৮ দিন পরেও তার সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, নিখোঁজের আগে তিনি হলুদ রঙের কামিজ পড়ে ছিলেন। পত্রিকার মাধ্যমে মাইনুল হক তার মা’এর সন্ধান পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন।
নিখোঁজ নাজমা বেগমের সন্ধান পেলে ০১৭৯৯-৭৯৫৭০৮ নম্বরের যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তার ছেলে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew