ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মেহেদী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরে।
রুয়েট ডাইরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা মেহেদীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের খবর পেয়ে রাত ১২টার দিকে আমি এবেলা ছাত্রাবাসে যায়। মেহেদী ওই ছাত্রাবাসের ৯ তলায় ৯২৩ নম্বর রুমে থাকতেন। পরে সেখানে গিয়ে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। প্রাথমিক অবস্থায় পুলিশের ধারণা করছে মেহেদী আত্মহত্যা করেছেন সন্ধ্যা ৬টার দিকে।
তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর বন্ধুদের থেকে জানা গেছে, বেশ কয়েকদিন থেকে মেহেদী মানসিক বিষন্নতায় ভুগছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা উদ্ধারকৃত লাশ রামেক হাসপাতালের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew