ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রোটারি ক্লাব অব রাজশাহীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রজনীগন্ধা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার প্রতিবন্ধিদের মাঝে শীতের কম্বল বিতরণ করে রোটারী ক্লাব অব রাজশাহীর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, এসিসট্যান্ট গভর্ণর রোটা. ইন্জি. আবদুস সাত্তার, ক্লাব প্রেসিডেন্ট রোটা. মুনজুর রহমান,সেক্রেটারি রোটা. মেরাজ শেখ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. শাহাদত হোসেন তুহিন, সিনিয়র রোটারিয়ান আফরাউজ্জামান খান চৌধুরী, এস এম আব্দুল খালেক, আহমেদ সফিউদ্দীন, সেলিম মনোয়ার রজনীগন্ধা প্রতিবন্দ্ধি সংস্থার সভাপতি আাসাদুজ্জামান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক শারমিন বেগম।