ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে অফিস সহায়কের (পিয়ন) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম নিজে বাদী গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামীর নাম আরিফ হোসেন (৩২)। তানোরে অফিস সহায়ক হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি তানোর পৌর এলাকার রায়তান বড়শো মহল্লার মৃত মুক্তিযোদ্ধা রহিম মাস্টারের ছেলে। তবে এঘটনার পর আরিফ গাঁ ঢাকা দিয়েছেন।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস আগে আরিফ ওই নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এসুযোগে বাড়িতে প্রতিনিয়ত আসা যাওয়া শুরু হয় তার। সম্প্রতি গত ৫ সেপ্টেম্বর মদ খেয়ে ওই নারীর বাড়িতে যায়। ভিকটিমের স্বামী না থাকার সুযোগে আরিফ ওই নারীকে ধর্ষণের চেস্টা করে। এ সময় ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আরিফ কৌশলে পালিয়ে যায়।
তবে, পালিয়ে যেতে সক্ষম হলেও তার কাছে থাকা ইউএনও অফিসের এক গোছা চাবি ফেলে যায় আরিফ। ভিকটিম বিষয়টি ওই রাতেই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। পরদিন সকালে ওই চাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার উভয়পক্ষের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি হয়। এতে আরিফের পক্ষ নিয়ে উল্টো ভিকটিমকে দোষারুপ করা হয়। ফলে ন্যায় বিচারের দাবিতে তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর মুকুলকে নিয়ে উপজেলা চেয়ারম্যানের নিকট বিস্তারিত জানানো হয়। চেয়ারম্যান আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
এবিষয়ে আরিফ জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। ওই নারীর স্বামী তার বন্ধু। সেই সূত্রে ওই বাড়িতে মাঝে মধ্যে যান তিনি। বেশ কিছুদিন আগে টাকা ধার নেয়। সেই টাকা ফেরৎ দেবার কথা বলে তাকে বাড়িতে ডেকে ফাঁসানো হয় বলে কৌশলে এড়িয়ে গেছেন আরিফ। ভিকটিম ওই নারী জানান, আরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না। এমনিতেই মাঝে মধ্যে তার বাড়িতে আসতো। ঘটনার দিন রাতে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ফলে বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে।
এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে আরিফের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।