ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে র্যাবের একটি টহল দল গোদাগাড়ীর বাসুদেবপুর (সুইচগেট) এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কিরণ হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। কিরণ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড় গ্রামের মৃত জাফর আহমেদের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইননবাগঞ্জে একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ীর বাসুদেবপুর (সুইচগেট) এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁপাইননবাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে কিরণকে আটক করে র্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ১ কেজি ৯শ’ ৯৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। র্যাব জানায়, গোদাগাড়ী থেকে হেরোইনগুলো মুন্সিগঞ্জ জেলার নিয়ে যাওয়ার জন্য কিরণ সেখানে অবস্থান করছিল।
কিরণকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।