ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি কে এম রেজার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও মানহানিকর মন্তব্য লিখে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ মার্চ দুপুরে ওই প্রতিনিধি বাদী হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা পুঠিয়া থানা বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ দৈনিক যুগান্তর পত্রিকায় ‘পুঠিয়ায় মাদকের রমরমা ব্যবসা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরে সংবাদটি তিনি (কেএম রেজা) নিজের ফেইজবুক আইডিতে শেয়ার করেন। এতে এলাকার কিছু মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা একটি ফেসবুক আইডি থেকে (কবি বলিয়াছেন’ নামে পরিচালিত) মানহানীকর বক্তব্য লিখে সামাজিক ভাবে মানক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে কে এম রেজা বলেন, সোসাল মিডিয়ায় আমাকে নিয়ে মিথ্যা কটুক্তি ছড়ানো হচ্ছে। ইতিমধ্যে উক্ত বিষয়ে আমি অবগত হওয়ার পর মানসিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। যার কারণে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। ধরণের অপ্রপ্রচার যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।