ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : একজন মানবিক ওসির নাম আলহাজ নজরুল ইসলাম। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ অসংখ্যবার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। যখন যে থানায় চাকরি করেছেন সেখানেই তাঁর সুনাম ছিল মানুষের মুখে-মুখে। আজ তিনি জটিল রোগে আক্রান্ত। তার মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। বর্তমানে তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি। তার পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। রোববার তার মাথায় অস্ত্র পাচার করা হবে। এ জন্য মসজিদে-মসজিদে চলছে দোয়া।
ডাক্তারদের মতে, টিউমার হচ্ছে শরীরের যে কোনো জায়গায় বা অঙ্গ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। এই টিউমারটি যখন মস্তিষ্কের ভিতরে হয় তখন সেটাকে আমরা বলি ব্রেন টিউমার। এই ব্রেন টিউমারের কারণ এখন পর্যন্ত অজানা। তবে শরীরের অন্য জায়গায় হওয়া ক্যানসার অনেক সময়ে ছড়িয়ে মস্তিষ্কে চলে আসে। আবার বংশগত কারণেও ব্রেন টিউমার হতে পারে। ব্রেন টিউমারের লক্ষণ এক-এক সময়ে এক-এক রকম হতে পারে। এর প্রধান বা স্বাভাবিক লক্ষণ হচ্ছে-মাথাব্যথা, বমি-বমি ভাব বা বমি হওয়া এবং দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাওয়া।
এমই এক পরিস্থিতির শিকার বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ নজরুল ইসলাম। তাঁর শত ভালো কাজের প্রতি সন্তুষ্ট থাকার কারনে মানবিক এই ওসিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র পতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। এ জন্য তাঁকে নানা ভাবে সহায়তা করা সহ মাঝে মধ্যে তার খোঁজ খবরও নিচ্ছেন বলে জানান ওসির পরিবার।
রাজশাহী জেলার (চারঘাট-বাঘা) সার্কেলের কর্তব্যরত সিনিয়ার (এ.এস.পি) নুরে আলম বলেন, আমি অনেক জায়গায় চাকরি করেছি। তবে নজরুল সাহেবের মতো ভাল মানুষ পায়নি। তিনি বাঘা থানায় যোগ দানের পর রাজশাহী জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়া ছাড়াও একাধিকবার নানা বিষয়ের উপরে পুরস্কৃত হয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। আমি বিধাতার কাছে পার্থনা করি তার অস্ত্র পাচার যেন সফল হয় এবং তিনি সুস্থ হয়ে তার কর্মস্থলে ফিরতে পারেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারী বলেন, স্যারের রোগমুক্তি কামনা করে আমরা মসজিদে নামাজ শেষে সৃষ্টি কর্তার কাছে দোয়া করেছি। এ ছাড়াও তাঁর অনেক শুভাকাক্সক্ষীসহ পরিবারের পক্ষ থেকে নিজ এলাকায় দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিশ্বাস স্যার অতিদ্রæত সুস্থ হয়ে তার কর্মস্থল বাঘা থানায় ফিরে আসবেন।