ধূমকেতু প্রতিবেদক : রাসিক ১৯ নং ওয়ার্ড এলাকায় বিগত দিনের উন্নয়ন ও আগামী পরিকল্পনা বিষয়ে সামাজিক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার অত্র ওয়ার্ডের আয়োজনে এবং কাউন্সিলর তৌহিদুল হক সুমন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন মোল্লা, এ্যাডভোকেট হাসিবুল ইসলাম কচি, কামাল হোসেন রবি, আলহাজ্ব জয়লান আবেদিন, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামানিক ও চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মুনির।
এসময় উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড (দক্ষিন) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক তাইনেসুর রহমান তোতা, মুক্তিযোদ্ধা রেজাউন করিম, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা নান্নু কাজি, আলহাজ্ব শাহজান আলী, আলহাজ্ব বকুল ও প্রভাষক শাহদাত হোসেন।
১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন তার শত ভাগ কাজ করার চেষ্টা অব্যাহত আছে। সকল উন্নয়ন প্রতিশ্রুতি অনুযায়ী মেয়াদের মধ্যেই সম্পন্ন করা হবে। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া মাদক ও সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে সকলে একসাথে কাজ করতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।