ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।
বুধবার বেলা ২টায় তাকে দেখতে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় তিনি ফটিকের চিকিৎসক ও পরিবারের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রæত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনিসুর জামান রুমেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এস সাঈদ লিটন, নগর ছাত্রলীগের ধর্ম সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন, ০২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক শফিকুল ইসলাম সুমন, যুগ্ম আহŸায়ক সাদ্দাম হোসেন, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ইমন।
জানা গেছে, ফটিক গত সোমবার সকাল ১১টায় গোদাগাড়ীর মোড়ে ব্যাটারিচালিক রিক্সা যোগে যাচ্ছিলেন। এমন সময় একটি ট্রলার গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে বাম পায়ে ব্যাথা পায়। ঐ সময় তাৎক্ষনিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় নেওয়ার পরে বর্তমানে তিনি তার কোট কলেজ পাড়া মহল্লায় নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।