ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে মানবভোজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় রাজপাড়া থানা মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবভোজ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মানবভোজ বিতরণের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, সহ-সভাপতি প্রভাত রায় মোনা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা শাহীনশাহ আলী শোভা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, সদস্য হাবিবুল ইসলাম, আমিনুর রহমান, শাহরিয়ার রিপন, সাজ্জাদ লিটনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয় গণামান্য ব্যক্তিবর্গ।