ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ৬মে বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় মহানগরীর শিরোইল দোশরমন্ডলের মোড়ে অবস্থিত দৈনিক উপচার পত্রিকা অফিসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহ্ফিলে পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম বলেন, দৈনিক উপচার এখন আর শুধু কাগজে নয় অনলাইনেও ইতোমধ্যে পাঠকদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। আজ যারা রাজশাহী থেকে প্রকাশিত অন্যান্য দৈনিক ও ঢাকার জাতীয় দৈনিকে কাজ করছেন তাদের অধিকাংশরাই দৈনিক উপচার হতে উঠে এসে আজ তারা প্রতিষ্ঠিত। পত্রিকায় সংবাদ প্রকাশে পত্রিকায় কর্মরত সাংবাদিকদের গুলি করে হত্যার চেষ্টা করেও উপচার পত্রিকার লেখনি বন্ধ করতে পারেনি জুয়াড়ী ও সন্ত্রাসীরা। আগামীতেও পারবেনা। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি “সংবাদ পত্র ও সাংবাদিকতা” বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংবাদিকতার ক্ষেত্রে সংবাদকর্মীদের যে কোন সমস্যায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে রাজশাহী থেকে প্রকাশিত রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান বলেন, দৈনিক উপচার পত্রিকা একটি বহুল প্রচলিত ও পাঠক নন্দিত পত্রিকা। সেই সাথে সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মানে সহায়ক হিসেবে এ পত্রিকা সাহসী ও কার্যকরী ভূমিকা রাখছে। সমাজের সমস্যা, সম্ভাবনা, নানা রকম অসঙ্গতি, নির্যাতিত মানুষের জীবন চিত্র, উন্নয়ন-অগ্রগতি তুলে ধরতে সব সময়ই অগ্রগামী দৈনিক উপচার। সমাজের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধসহ যে কোন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে উপচার পত্রিকা রাজশাহী জেলার অন্যতম সাহসী দৈনিক। এই পত্রিকায় সংবাদ প্রকাশে পত্রিকায় কর্মরত সাংবাদিকদের গুলি করে হত্যার চেষ্টা করেও পত্রিকার লেখনি বন্ধ করতে পারেনি জুয়াড়ী ও সন্ত্রাসীরা।
মফস্বলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন পত্রিকার মফস্বল সম্পাদক সারোয়ার সবুজ, উত্তরবঙ্গ প্রতিদিনের সম্পাদক এম এ হাবীব জুয়েল, ভোরের আভা অনলাইন পত্রিকার সম্পাদক রেজাউল করীম, দৈনিক উপচার পত্রিকার ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ চৌধুরী, ব্যাবস্থাপনা সম্পাদক সাজিদ রহসন ঈষান, সহ-ব্যাবস্থাপনা সম্পাদক এহেসান হাবীব তারা, দৈনিক সকালের সময়ের বুর্যো প্রধান শাহিনুর রহমান সোনা, দৈনিক অগ্নিবানী ও জাগো নিউজের রাজশাহী প্রতিনিধি ফাইসাল আহম্মেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী মহানগরীর সাধারন সম্পাদক ও আনন্দ টিভির নিজস্ব প্রতিনিধি শামসুল হক, দৈনিক উপচার নিজস্ব প্রতিনিধি আলেক জেন্ডার, গোদাগাড়ী প্রতিনিধি সাইফুল, পত্রিকার প্রধান প্রতিবেদক এস এম আবুল কাজিম বাবু, ফটো সাংবাদিক ফায়সাল আহম্মেদ টকি, আনোয়ার হোসেন, হজরত আলী, রাজপাড়া প্রতিনিধি মামুন, কম্পিউটার অপারেটর আশিক ইকবাল অন্তর প্রমুখ।
দেশবাসীর শান্তি কামনা করে পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার ফারুক আহম্মেদের সঞ্চালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন হাফেজ সোয়ায়েব আলী ও হাফেজ নূর মোহাম্মদ।