ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশকে (আরএমপি) একটি স্বয়ংক্রিয় হ্যান্ড স্যানিটাইজার মেশিন উপহার দিয়েছে ভারত। এটি আরএমপি পুলিশ লাইন্সের নতুন ব্যারাকের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে।
অত্যাধুনিক এই মেশিনটির নিচে হাত রাখলে স্বয়ংক্রিয়ভাবে স্যানিটাইজার বের হবে। রোববার (৯ মে) সকালে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি উপস্থিত ছিলেন।
মেশিনটি উপহার দেয়ার জন্য পুলিশ কমিশনার ভারত সরকার ও ভারতীয় সহকারী হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে ।
এই মেশিন ব্যবহার করে পুলিশ সদস্যরা নিরাপদে থাকতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (পিওএম) আবু আহাম্মদ আল মামুন প্রমুখ।