ধূমকেতু প্রতিবেদক : করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এসময় শিক্ষার্থীরা জড়িয়েছেন বিভিন্ন কাজে। অলস সময় কাটাতে না চাওয়া মানুষগুলো বেছে নিয়েছেন নানান কাজ। তেমনই একজন নূর উদ্দিন পাপ্পু। সখের বশে পাখি পোষা শুরু করেন তিনি। এখন তা পেশায় পরিণত হয়েছে।
পাপ্পু নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা। তিনি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে ‘ল’ কলেজে অধ্যয়নরত। এখন পড়া-শোনার চাপও নেই, আর বন্ধ এসময়ে প্রাইভেট সেন্টারও। তাই সখের বসে শুরু করেন- কবুতর ও পাখি পোষা।
পাপ্পু জানান, ২০১০ সালে ম্যানেজমেন্ট বিভাগের ভর্তি হন। সেই বছরেই প্রাইভেট সেন্টার খোলেন তিনি। লকডাউনের এই সময়ে বাসায় বসে অলস সময় না কাটিয়ে পাখি পালনের বিষয় ভাবছিলাম। এক জোড়া বাজরিকা পাখি ও এক জোড়া কবুতর কিনে আনি। পরে কয়েকটি ছাগল কিনে আনি। নিজ বাসায় শোবার ঘরে পাখি, কবুতর ও পাশে ছাগল থাকার জায়গা করি।
তিনি আরও জানান, বর্তমানে তার ৩০টি বাজরিকা পাখি, ২০টি কবুতর, ৩টি ছাগল রয়েছে। এভাবে আস্তে আস্তে পাখি ও কবুতর সংখ্যা বেড়ে গেছে। এখন কেনা-বেচা শুরু করেছি।
ছাগল ২০ হাজার টাকার বিক্রি করেছি। এছাড়া বাড়িতে থাকা ছাগলের এক সপ্তাহ আগে আরও দুইটি বাচ্চা হয়। বাচ্চা দুইটি বিক্রি করে ৪০ হাজার টাকা আয় আসবে বলে তিনি আশা করছে।
তিনি আরও জানান, এভাবে যখন এগিয়ে যায়- বুঝতে পারি সঠিকভাবে পাখি, কবুতর ও ছাগল খামার করা যাবে। আগামীতে এই ঘর থেকে বাসার ছাদে বড় আকারের খামারে তৈরি করবো। যাতে পাখি, ছাগল উন্মুক্ত চলাফেরা করতে পারে। খামারের এক পাশে বাজরিকা বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর ও অন্য দিকে বিদেশি ছাগল রাখবো। কাজ কোনোটাই ছোট না। অনেকেই বলে এত পড়াশোনা করে আজ এই কাজ করছে, কিন্তু এটা আমি মাথায় নিই না। যদি কেউ এটাকে পেশা হিসেবে নিতে পারে তাহলে সবাই তাদের বেকারত্ব দূর করে স্বচ্ছলভাবে চলতে পারবে।