ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় ১১ জন জীবিত উদ্ধার হলেও এখনো বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দু’জন নিখোঁজ রয়েছে। আর এ ঘটনায় রাজশাহী নৌ-পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী না থাকা ও অবহেলিতভাবে পদ্মা নদীতে নৌকা চালানোর অভিযোগ এনে নৌকার দুই মালিক ও মাঝিসহ ৩ জনকে আসামী করে আরএমপির দামকুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নৌপুলিশ ফাঁড়ির কন্সটেবল তরিকুল বাদী হয়ে শনিবার দুপুরে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, দামকুড়া থানার খোলাবনা এলাকার নৌকার মালিক ইশা, মিলন ও নৌকার মাঝি সুমন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মেহেদি মাসুদ বলেন, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও শুক্রবার নৌকার মাঝি যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়েই নৌকা উঠান। অবহেলিত কাজের মাধ্যমে পদ্মায় নৌকা চালায়। তাই পুলিশের পক্ষ নৌকার মালিক ও মাঝিসহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দামকুড়া থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম বলেন, নৌপুলিশের পক্ষ থেকে নৌকার মাঝি ও মালিকসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরআগে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর হাড়ুপুর সংলগ্ন পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা চালাচ্ছিল মাঝি সুমন। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রী সূচনা ও তার ফুফাতো ভাই রিমনকে পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২৩) ও নওগাঁর রিমন (১৪)। সুচনা রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাইবোন।
রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দু’জনের সন্ধান না পাওয়ায় রাত সাড়ে নয়টায় উদ্ধার অভিযান শেষ করা হয়। গতকাল শনিবার সকাল ৬ টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আমরা এ ঘটনায় মর্মাহত। নিখোঁজের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। পদ্মায় নৌকা চালাতে হলে লাইফ জ্যাকেট নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।