ধূমকেতু প্রতিবেদক : নবনির্মিত ভবনে আমানা গ্রুপের প্রধান কার্যালয়ের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শনিবার দুপুরে মহানগরীর সাগরপাড়া এলাকায় আমানা সালেহা গার্ডেনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমানা গ্রুপের উত্তরোত্তর সফলতা কামনা করেন সিটি মেয়র।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমানা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসউদুল হক।
অনুষ্ঠানে আমান গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।