ধূমকেতু প্রতিবেদক : বিপুল সংখ্যক বসতভিটা উচ্ছেদ করে হড়গ্রাম কাঁচা বাজার নয় ফাঁকা জায়গায় কাঁচা বাজার নির্মাণের দাবিতে ধর্মঘট অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর ১ টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মূল ফটকে পশ্চিমাঞ্চলের সচেতন এলাকাবাসীর অংশগ্রহণে ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট শেষে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজপাড়া থানা ইউনিটের মুক্তিযোদ্ধা এ্যাড. মনোয়ারুল ইসলাম ও সদস্য সচিব মজিবর রহমান।
বক্তারা বলেন, সাবেক নন্দীপুকুর (যা প্রায় ত্রিশ (৩০) বছর পূর্বে পুকুরটি ভরাট করে অধিক ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পরিণত হয়েছে) ও তার পার্শ্ববর্তী এলাকায় বিপুল সংখ্যক এক তলা থেকে পাচ তলা পর্যন্ত পাকাবাড়ি ভেঙ্গে মানুষদের বসতভিটা থেকে উচ্ছেদ করে এবং রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের অপচয় করে হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণ না করে বর্তমানে যেখানে অস্থায়ী ভাবে কাঁচা বাজার বসছে সেখান থেকে প্রায় ৫০ মিটার থেকে। ৫০০ মিটারের মধ্যে অনেক ফাঁকা জায়গায় আছে সেখানেই কাঁচা বাজার নির্মাণের জোর দাবী জানান তারা।
বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিগত ২২ সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত একনেকের বৈঠকে বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, যাদের অল্প জমি রয়েছে এবং সেই জমিতে বাড়ীঘর করে থাকছে, সেসব জমি অধিগ্রহণ থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। অথচ রাজশাহী সিটি কর্পোরেশন কতিপয় প্রভাবশালী ব্যক্তির চাপে অধিক ঘনবসতিপূর্ণ এলাকায় নির্মিত বিপুল সংখ্যক বসতভিটা উচেছদ করে হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণের পরিকল্পনা করতে যাচ্ছে। আমরা আজকের এই অবস্থান ধর্মঘট থেকে মেয়র মহোদয়কে আমোধ জানাচ্ছি অবিলম্বে আমাদের প্রস্তাবিত যেকোন ফাঁকা জায়গায় কাঁচা বাজার নির্মাণের ঘোষণা দেয়া হোক। অন্যথায় আমরা আমরণ অনশনসহ বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
সমাবেশ শেষে পশ্চিমাঞ্চল সচেতন এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজশাহী সিটি কপোরেশন মেয়র এ.এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফাঁকা জায়গায় কাঁচা বাজার নির্মাণের দাবাতে স্মারকলিপি প্রদান করে। এরপর রাসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করে সফলতার সাথে দুই (০২) বছর পূর্ণ করায় মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চলের সচেতন এলাকাবাসী আসলাম পারভেজ, সালাম, রফিকুল ইসলামসহ ভুক্তভোগী পরিবারবর্গ।