ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ উজ্জল হোসেন (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার দুপুর পৌনে ৩ টার দিকে নগরীর বেলপুকুর থানাধীন আগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত উজ্জল রাজশাহীর পবা থানাধীন কানপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
র্যাব জানায়, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর বেলপুকুর থানাধীন আগলা এলাকায় অপারেশন পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্জল হোসেন (৩২) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোটরসাইকেল, ০১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড, ০১ টি মেমোরীকার্ড, ০১ টি যানবাহন নথিসহ জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহীর বেলপুকুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।