ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ, শিশু নির্যাতন মুক্ত ও পারিবারিক শান্তি ও সম্প্রতির উন্নয়নের লক্ষে কর্মশালা ও সমঝোতা সম্পাদিত চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রিশিকুল ও মাটিকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, যুব ফোরাম ও ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হয়েছে।
সভায় সভাপতিত্বে করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপি ম্যানেজার লাবলু খান।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রিশিকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মাটিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল করিম শিবলী। এ কর্মশালায় মূল সঞ্চালক গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা।
এসময় উপস্থিত ছিলেন, ১৩টি গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শিশু নিরাপত্তা ও হতদরিদ্র জনগণের অথনৈতিক উন্নয়নে লক্ষ্যে স্থানীয় অংশীদারগণের সমন্বয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করণ। শিশুদের জন্য গৃহিত কার্যক্রমের জন্য বাল্যবিবাহ ও শিশুশ্রমকে মোকাবেলা করার জন্য আরো পদক্ষেপ নেয়া হবে।