ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া এলাকায় হরিজন সম্প্রদায়ের হরিরাম (৫০) নামক এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবক এ ঘটনা ঘটায়।
আনোয়ার একই এলাকার আহমেদ আলীর ছেলে। মদ পান করে মাতলামি করার অপরাধে তিনি ঐ ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেন এবং এক পর্যায়ে তার পায়ের রগ কেটে দেন।
জানা যায়, আনোয়ারের বাড়ির সামনে হরিরাম (৫০) মদ পান করে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। পরবর্তীতে, আনোয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ও চাপাতি দিয়ে হরিরামকে কুপিয়ে গুরুতর আহত করেন এবং পায়ের রগ কেটে দেন।
আহত অবস্থায় হরিরামকে স্হানীয় সাব্বির ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ বিষয়ে বাগমারা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।