ধূমকেতু প্রতিবেদক : নগরীতে গত শনিবার মধ্যরাতে মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শ্রী উজ্জল কুমারের ওপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর রাজপাড়া থানা এলাকার ইনডেক্স প্লাজার সামনে এ ঘটনাটি ঘটে।
এসময় হামলাকারীদের হাসুয়া ও লোহার রডের আঘাতে রক্তাক্ত উজ্জলকে দুই পথচারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করে। গুরতর অবস্থায় হাসপতালের আট নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় আটটি সেলাই সহ সারা শরিরে যখম নিয়ে হাসপালের বেডে কাতরাচ্ছে ছাত্রনেতা উজ্জল।
ছাত্রনেতা উজ্জল জানান, তার ব্যাক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিত ভাবে রাজপাড়া থানার ইনডেক্স প্লাজার সামনে ওঁত পেতে থাকা সন্ত্রাসী অমিত ও তার বাহিনীরা তার পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মৃত ভেবে তাকে ফেলে রেখে তার ব্যাবহৃত মোটরসাইকেল টি নিয়ে পালিয়ে যায়।