ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : অবশেষে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের বিরুদ্ধে। মামলার বাদী ও তার কর্থিত প্রেমিকা নিজেই। পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করতে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূক্তভোগি ওই নারী বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে পর্নোগ্রাফি আইনে একটি অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে সন্ধ্যার দিকে তা মামলাভূক্ত করা হয়েছে। মামলা নং-৩৭ তারিখ-২৯-০৯-২০২১ ইং।
ওসি বলেন, মামলার বিষয়টি মনে হয় আগে থেকে বুঝতে পেরেছেন সুমন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে গতকাল সন্ধ্যা থেকে তাকে আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন পুলিশ।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনের মুঠোফোনে যোগাযোগ করা ফোন বন্ধ পাওয়া যায়।
তবে সুমনে পিতা ও বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, আমার ছেলের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। বিষয়টি আমরা আইনি মাধ্যমে মোকাবেলা করবো।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন পৌর সদর এলাকার একজন সনাতন ধর্মীয় নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। তাদের অন্তরঙ্গ মূর্হুতের অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি বুঝতে পেরে ওই কর্থিত প্রেমিকা গতকাল বুধবার থানা পুলিশের দ্বারস্থ্য হয়।