ধূমকেতু প্রতিবেদক : কথায় বলে সস্তার বারো অবস্থা। কথাটির বাস্তব প্রমাণ রাজশাহী নগরীতে ভ্যানে ফেরি করে বিক্রি করা সস্তা এলিডি বাল্ব। রাজশাহী নগরীতে সস্তা এলিডি বাল্ব কিনে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতরা। এক শ্রেণির ব্যক্তি বিশেষ অফার ও কোম্পানীর প্রচারের নাম করে নিম্নমানের এসব এলিডি বাল্ব বিক্রি করছেন। পুরো বছরজুড়েই বিশেষ অফার ও কোম্পানীর প্রচারের কথা বলে এসব এলিডি বাল্ব বিক্রি করা হচ্ছে।
নিম্নমানের এসব এলিডি বাল্ব কিনে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। রাস্তা-ঘাটে, অটোরিক্সা, ভ্যানে বিশেষ অফারে বিক্রি করা এসব বাল্ব কিনার পর এক সপ্তাহও চলে না। দুই দিন ব্যবহার করে নষ্ট বাল্প পরিবর্তন করার জন্য তাদের খুঁজতে হয় পুরো শহর। হারিকেন নিয়ে পুরো শহর খুঁজেও তাদের আর হদিস মেলে না। এছাড়াও যারা নগরীতে এসব বাল্ব বিক্রি করে তাদের কোম্পানী কোথায়, রাজশাহীতে গোড়াউন কোথায় বা কোথায় থেকে সেগুলো এনে বিক্রি করা হয় তার ঠিকানা জানানো হয় না।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন নগরীর আনাচে কানাচে, রাস্তা-ঘাটে, পাড়া মহল্লায় অটোরিক্সায় ফেরি করে বিক্রি করা হচ্ছে এলিডি বাল্ব। প্রচার মাইকে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ী, উন্নতমান ও স্বল্পমূল্যের এলিডি বাল্ব অল্প সময়ের জন্য শুধু মাত্র কোম্পানির প্রচার জন্য বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে। কোম্পানীর প্রচারের জন্য একশ টাকার বাল্ব বিক্রি করা হয় মাত্র ৫০টাকায়। দেয়া হয় ৬ মাসের গ্যারান্টি। এমনকি বলা হয় ৬ মাস অতিবাহিত হলেও বাল্ব পরিবর্তন করে দেয়া হবে। তাদের কাছে রয়েছে ৫০ থেকে শুরু করে ৫শ’ টাকা দামের বিভিন্ন ধরনের এলিডি বাল্প।
কিন্তু একজন ক্রেতা রিক্সা, ভ্যানে বিক্রি করা নিম্নমানের বাল্প কিনার পর দুই দিনও ব্যবহার করতে পারেন না। দুইদিন ব্যবহার করার পর বাল্ব এমনিতেই নষ্ট হয়ে যায়। পরে ওই নষ্ট বাল্ব নিয়ে বিক্রেতার খোঁজ করতে হয় সপ্তাহের পর সপ্তাহ। তারপরও তাদের খোঁজ পাওয়া যায় না। যদিও খুজে পাওয়া যায় তখন বলা হয় এই বাল্ব আমাদের কোম্পানীর নয়। কোনো ধরণের ডকুমেইন্ট না থাকার কারণে বিক্রেতাকে আর নষ্ট বাল্প পরিবর্তন করেও দিতে হয় না।
দেখা গেছে, ভ্যানে বিক্রি করা এসব বাল্বের কার্টুনের গায়ে কোম্পানীর নাম দেয়া থাকে। কিন্তু কার্টুন থেকে বাল্প বের করার পর বাল্বের গায়ে কোম্পানীর কোনো লোগো বা লেখা থাকে না। এলিডি সাদা বাল্ব কোনো ধরনের লেখা বা কোম্পানীর নাম ছাড়াই বিক্রি করা হয়। তবে কার্টুনের গায়ে লেখা থাকে কোম্পানীর নাম।
দেখা গেছে, দোকানপাটে যেসব এলিডি বাল্প বিক্রি হয় সেগুলো বাল্বের প্যাকেটে যেমন লেখা থাকে কোম্পানীর নাম, একইভাবে বাল্পের গায়েও কোম্পানীর নাম লোগো লেখা থাকে। কিন্তু রাস্তা-ঘাটে, পাড়া, মহল্লায় ফেরি করে বিক্রি করা এসব বাল্বের গায়ে কোনো ধরনের কোম্পানী নাম লেখা থাকে না। নিম্নমানের এলিডি বাল্প তৈরি করে কোম্পানীর প্রচারের কথা বলে নগরীতে বিক্রি করা হয়। এতে প্রতিনিয়ত প্রচারণার শিকার হচ্ছেন ক্রেতারা।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাইপাস মোড়ে অটোরিক্সায় এলিডি বাল্প বিক্রি করছিলেন জাহিদ নামের এক ব্যক্তি। তার সাথে রয়েছে অটোরিক্সা চালক। তিনি বলেন, ঢাকা থেকে এসব বাল্ব সরাসরি রাজশাহীতে এনে বিক্রি করা হয়। রাজশাহীতে কোথাও এর গোড়াউন বা শো রুম আছে কিনা জানতে চাইলে কথা বন্ধ করে দেন তিনি।
বাল্বের গায়ে কোনো কোম্পানীর নাম লেখা না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সব সময় রাস্তাতেই থাকি। যদি কারো বাল্ব নষ্ট হয় আমরা তাকে নতুন বাল্ব দেই। তবে গ্যারান্টির কোনো কার্ড দেয়া হয় না। নাম প্রকাশ না করার সর্তে অটোরিক্সা চালক জানান, তিনি দিনে ৫শ’ টাকা ভাড়ায় বাল্ব বিক্রেতা জাহিদের সাথে থাকেন। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত তাকে বাল্ব বিক্রেরা জাহিদের সাথে থাকতে হয়।
তিনি বলেন, কখনো জিরোপয়েন্ট থেকে আবার কথনো বিনোদপুর এলাকা আবার কখনো নগরীর শালবাগান এলাকা থেকে বস্তায় প্যাকেট করা মাল অটোরিক্সায় তোলা হয়। কিন্তু কোম্পানী বা শো রুম কোথায় তিনি জানাতে পারেননি। শুধু বাইপাস মোড়েই নয়, নগরীর জিরোপয়েন্ট, বিন্দুর মোড় ছাড়াও নগরীর পাড়া মহল্লায় ফেরি করে এসব নিম্নমানের বাল্ব বিক্রি করা হচ্ছে। এছাড়াও উপজেলা পর্যায়েও এক শ্রেণির ব্যক্তিরা ভ্যানে করে এসব নিম্নমানের এলিডি বাল্পের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিয়ে কথা বলা হয় ভোক্তা অধিকার অধিপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মারুফ হোসেনের সাথে। তিনি বলেন, আমিও রাস্তা-ঘাটে ফেরি করে এসব এলিডি বাল্ব বিক্রি করতে দেখেছি। অভিযোগ না থাকার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।