ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় মেহেদী হাসান (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র গত সাড়ে ৪ মাস থেকে নিখোঁজ রয়েছে। তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর থানায় একটি ডায়েরীও করেছেন।
নিখোঁজ মেহেদী হাসান উপজেলার নতুন গাঁওপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি রাজশাহী মহানগরে শাহমুখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় আলেম বিভাগের ছাত্র।
পিতা আব্দুর রহিম বলেন, করোনার প্রভাব বেড়ে যাওয়া গত মে মাসের শুরুতে বাড়ি চলে আসে। এরপর ২১ মে সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েছি। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাইনি। অবশেষে গত ২৮ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রের সকল তথ্য বিভিন্ন স্থানে ম্যাসেজ দেয়া হয়েছে। আমরাও তার সন্ধান পাওয়ার চেস্টা করছি।