ধূমকেতু প্রতিবেদক : বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ সেলু‘র মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ সেলু‘র চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বাদ জোহর সাহেব বাজার বড় মসজিদে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে সুজানগর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।