ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গলায় দড়ি ফাঁস দিয়ে খাইরুল ইসলাম (২৮) নামে এক যুবক আত্নহত্যা করেছে।
রোববার (১০ অক্টোবর) রাতে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে। নিহত খাইরুল তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের লুৎফর রহমানের বড় ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম প্রতিদিন রাতে মাদক সেবন করে এসে স্ত্রীকে নির্যাতন করতেন। রোববার রাতে সে স্ত্রীকে নির্যাতন করতে লাগলে সে তার পালিয়ে চাচা শাশুড়ির ঘরে চলে যায়। পরে রাত ৩টার দিকে তার স্ত্রী জানালার দিয়ে দেখতে পায় সে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় স্বজনরা ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব বলেন, পরিবার বা কোথাও থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ইউডি মামলা করা হয়েছে।