ধূমকেতু প্রতিবেদক : সোমবার (২৭ ডিসেম্বর) লফস ঘোড়ামারাস্থ কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষাবৃত্তি কর্মসূচীর সুবিধা বঞ্চিত উপকারভোগী সদস্যদের মাঝে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (সাবেক সিনিয়র অর্থসচিব) ও চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সকল শিক্ষার্থীকে সুস্থ্য থেকে পরিশ্রম এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। শিক্ষার বিকল্প নাই। একজন শিক্ষিত মানুষ সমাজকে বদলাতে পারে। তিনি লফস এর উন্নয়ন কর্মসূচীর প্রসংশা করেন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি করর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ও লফসের সহ সভাপতি আজিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে উপন্থিত ছিলেন, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট সুলতানা রিজিয়াসহ উপকারভোগী সদস্যবৃন্দ।
কর্মসূচীটি এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।