ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন।
সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দ্রুত করোনা থেকে আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রোববার (১৬ জানুয়ারি) চেম্বার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, পরিচালক আসাদুজ্জামান, পরিচালক রিয়াজ আহমেদ খান, পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক এস,এম আইয়ুব এবং চেম্বার সচিব গোলাম জাকির হোসেন।