ধূমকেতু নিউজ ডেস্ক : যারা রুপ সচেতন তারা জানে বরফের কদর। আবার অনেকেই হয়তো জানেই না রুপচর্চার জন্য বরফ কতটা প্রয়োজনীয়। তাই ত্বকে বরফ ব্যবহারের আপনি পেতে পারেন হাজার সমাধান। আর এত কোন প্রকার সাইড এফেক্টও নেই। বিশেষ করে গরমে ত্বকের থেকে মুক্তি পেতে বরফের কোন জুড়ি নেই।
রাতে যাদের নাইট ক্রিম ব্যবহারের অভ্যাস আছে তাদের জন্য বরফ অত্যন্ত জরুরি। কারণ ত্বক পরিষ্কারের বরফ মাখলে, এতে যে কোন ক্রিম খুব ভালোভাবে ত্বকের সাথে মিশে যায়।
বাসায় যদি গোলাপ জল থাকে তাহলে, শশার রস দিয়ে বরফ তৈরি করে প্রতিদিন ব্যবহার করতে পারেন। তাহলে ত্বকের যেকোন কালো ছোপ দূর হয়ে যাবে।
গরমের সময় নিয়মিত বরফ ব্যবহার করলে, যেকোন র্যাস, ফুসকুড়ি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
যাদের ঠোট ফেটে যায়, তারা নিয়মিত বরফ ঠোঁটে মাসাজ করতে পারেন, এতে করে ঠোঁটের মৃত কোষ উঠে, সতেজ রাখবে।
মেক আপ করার আগে অবশ্যই ত্বকে রফ দিয়ে মাসাজ করুন। এতে করে ত্বক টানটান হবে এবং বেইজ খুব ভালোভাবে বসবে।