ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারি মাধ্যমিকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। বয়সজনিত জটিলতায় যারা ভর্তির আবেদন করতে পারছিল না, তারাও ভর্তির আবেদন করতে পারবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসজনিত অতিমারি পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারি পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। কিন্তু আদালতে রিট পিটিশনের কারণে হাইকোর্ট বিভাগের নির্দেশনায় গত ২৯ ডিসেম্বর ডিজিটাল লটারির অনুষ্ঠান বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করা হয় এবং আবেদনের তারিখে পরিবর্তন আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতোপূর্বে বয়সের কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে। আবেদনের জন্য সফটওয়্যার বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে খুলে দেয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সফটওয়্যার চলমান থাকবে। আগামী ১১ জানুয়ারি লটারি অনুষ্ঠিত হবে।