IMG-LOGO

বুধবার, ১১ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁদে বন্যায় নিহত ৩৪০সাংবাদিক শফিক রেহমান হাসপাতালেশেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে আইনজীবীকে হত্যাচেষ্টার মামলা‘দুষ্কৃতিকারীরা ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’ডিসি নিয়োগ ঘিরে উত্তপ্ত সচিবালয়পাবনায় সনদ জালিয়াতি চক্রের সদস্য নিলয় গ্রেপ্তারসন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূসপুঠিয়ার হাটগুলোতে পাটের আমদানি বেশিরাজশাহীতে ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজের উদ্বোধনএইচএসসি পরীক্ষার ফল তৈরি হবে যেভাবেওমরাহ যাত্রীদের টিকেটের মূল্য কমালো বিমান বাংলাদেশএবার বেক্সিমকো কারখানার শ্রমিকদের সড়ক অবরোধএবার বাবাসহ মাশরাফীর বিরুদ্ধে মামলাগাজায় ইসরাইলি হামলায় প্রাণহানি ৪১ হাজারমসজিদ থেকে খাটিয়া নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ৩
Home >> শিক্ষা >> টপ নিউজ >> রাবির গৌরবের ৬৮ বছর উদযাপন

রাবির গৌরবের ৬৮ বছর উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সীমিত পরিসরে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। পরে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্প চত্বরে বৃক্ষরোপণ করা হয়। বেলা ১১টায় ভার্চুয়াল অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, বিগত প্রায় সাত দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর শিক্ষার্থীরা দেশে বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য ও উৎকর্ষের স্বাক্ষর রেখে চলেছে। ফলে এই বিশ্ববিদ্যালয় এক বিশেষ মর্যাদা লাভ করেছে। আগামী দিনগুলিতেও সে সফলতার অক্ষুন্ন থাকবে বলে আশাব্যক্ত করেন উপাচার্য। প্রতিবছর প্রতিষ্ঠানটির জন্মদিনকে ঘিরে থাকে নানা আয়োজন। ক্যাম্পাস নতুনরুপে সুসজ্জিত হয়ে উঠে। ক্যাম্পাস জুড়ে ছাত্র শিক্ষকের পদচারণায় তৈরি উৎসবমুখর পরিবেশ। কিন্তু এবার করোনার থাবায় সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয় এদিনটিকে।

প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর সনৎ কুমার সাহা।

অনুষ্ঠানে অংশ নেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. একে এম মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, প্রাধ্যক্ষবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। কালের বিবর্তনে ৭৫৩ একরের বিশাল ভূমিতে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী অধ্যায়ণরত। রয়েছে এক হাজার দুই শত শিক্ষক ও দুই হাজার কর্মকর্তা কর্মচারী।

এছাড়াও ১২ অনুষদের অধীনে বিভাগ রয়েছে ৫৯টি। ১২টি একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল রয়েছে ১১টি ও ছাত্রীদের জন্য রয়েছে ছয়টি। এছাড়াও গবেষক ও বিদেশী শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি আন্তর্জাতিক ডরমিটরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news