ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ায় দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত দুজনই বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর আক্রান্ত ওই দুই শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছিল। কয়েক দিন তারা ক্লাসে অনুপস্থিত থাকায় শ্রেণি শিক্ষক তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন। তখন অভিভাবকরা তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী জানান, আমরা অভিভাবক দ্বারা নিশ্চিত হয়েছি দশম শ্রেণির দুজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। বিষয়টি লিখিত আকারে জেলা শিক্ষা অফিসকে জানিয়েছি।
আক্রন্ত দুই শিক্ষার্থী ১৫ সেপ্টেম্বরের পর থেকে স্কুলে আসেনি। ইতোমধ্যে ১১ দিন পার হওয়ায় বাকি শিক্ষার্থীদের কোনো উপসর্গ না থাকায় তাদের নমুনা পরীক্ষা বা পাঠদান বন্ধের প্রয়োজন হচ্ছে না। এ ছাড়া প্রতিদিন সরকারি সব নির্দেশনা মেনে আমরা শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করাচ্ছি।