ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য অনুষ্ঠিত বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিনেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ময়লা ও পড়ে থাকা কাগজ পরিস্কার করেছে শিক্ষার্থীরা। হলুদ গেন্জি পরিহিত কয়েকজনকে প্লাস্টিকের প্যাকেট হাতে সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে দেখা যায়। সেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এই কাজে অংশ নিয়েছেন বলে জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রায় দেড়শত কর্মী নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে পড়ে থাকা কাগজ পত্র পরিষ্কার করছেন তারা। শিক্ষার্থীদের সাথে সেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আবদুল আলিম।
তিনি বলেন, সৃষ্টির সন্তুষ্টির জন্য তাদের এ সেবা। বিশেষ কোন উদ্দেশ্য এ কাজ করছেন না। আমাদের দেখে যেন সাধারণ শিক্ষার্থীরা একাজে এগিয়ে আসেন এবং লেখাপড়ার মনোযোগ বৃদ্ধি করেন এটাই চাওয়া। যে যেখানে থেকে কাজ করুক না কেন সেটা সৃষ্টির সন্তুষ্টির জন্য হলেই দেশপ্রেম।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা জাহাঙ্গীর তিনি ও সন্তানদের নিয়ে একাজে অংশ গ্রহণ করেছেন।
তাদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী না হয়েও হাশি মুখে পরিচ্ছন্ন করছেন।
রাজশাহীর সৃষ্টি স্কুলে প্রথম শ্রেণী পড়ুয়া সাফল্য। সেও বিশ্ববিদ্যালয় পরিষ্কার করতেছে হাসিমুখে আনন্দের সাথে ।
কত দিন তাদের পরিচ্ছন্ন কার্যক্রম চলবে জানতে চাইলে কোয়ান্টাম ফাউন্ডেশন একজন কর্মী জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তিন দিনই তাদের কর্মসূচি চলবে।