ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবে।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের অধীনে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে চূড়ান্ত আবেদন করেছিলো ৪৩ হাজার ৫৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ হাজার ৪১৮ শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ২০১৯টি। ‘এ’ ইউনিটের তিন গ্রুপের মেধাক্রম ১ থেকে ১৫০০ পর্যন্ত, সাক্ষাৎকার ১৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
মেধাক্রম ১৫০১ থেকে ৩০০০ পর্যন্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। পোষ্য কোটার সাক্ষাৎকার ১৯ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থীরা ইংরেজী বিভাগে পড়তে ইচ্ছুক তাদের লিখিত পরীক্ষা ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন-এ ১৯ অক্টোম্বর ২০২১ তারিখে সকাল ১১.০০-১২.০০ টা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ভর্তি সংক্রান্ত সাক্ষাৎকার ছাত্র উপদেষ্টার দপ্তর এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ভর্তি সংক্রান্ত সাক্ষাৎকার প্রধান চিকিৎসকের দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।