জে জে জাহিদ হাসান :
ইচ্ছে বিরুদ্ধে এখন আমি মন খুলে হাসি
ঘৃণার প্রেমে মুগ্ধ হয়ে নিজেকে ভালোবাসি,
ডানা ঝাপটে বহুদূর উড়ে যেতে চাই
যেখানে বিষাদ অবসাদ স্মৃতি কিছু নাই।
একটাবার হাসবার আশায় পাখি মিলে উড়ি
সাধের পৃথিবীতে বাঁচার জন্য কতো লড়াই করি,
ঠুনকো এই জীবনে আমি আর একটাবার হাসতে চাই
পৃথিবী বিষাদে ভরা কোথাও কি এক টুকরো সুখ নাই।
তোমারা কি আমায় এক টুকরো সুখ এনে দিতে পারো
আমি মন খুলে হাতে চাই আরেকটাবার আবারও,
চিত্তবিনোদন কতো আয়োজন এসবের প্রয়োজন নাই
আমায় এক টুকরো সুখ এনে দিতে পারো একটু হাসতে চাই।
আমার চোখ ভর্তি বেদনা মন ভর্তি অসুখ
সুখ একটাবার আমায় ভালোবাসুক,
ইচ্ছে বিরুদ্ধে এখন আমি মন খুলে হাসি
ঘৃণার প্রেমে মুগ্ধ হয়ে নিজেকে ভালোবাসি।
ক্ষুদ্র কবি ও লেখক : জে জে জাহিদ হাসান, সমেশপুর, বেলকুচি, সিরাজগঞ্জ।