মোসা: আয়েশা আখতার রোজী :
কবি কুসুম কুমারী দাস
অনেক প্রত্যাশা নিয়ে বলে গেছেন,
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।”
দেখুন কবি, আপনার প্রত্যাশায় জল ঢেলে এদেশের অকর্মা ছেলে,
বসে ভাবে কিভাবে কাজ ছাড়া টাকা মিলে।
এক টাকা, দশ টাকা হয় নাকি মোবাইলে।
এমন ফান্দে পড়ে, নিঃস্ব হয় অকালে।
ভেবে দেখে না তারা,
টাকা দিলে শ্রম ছাড়া
হয় সে অবৈধ টাকা
নয় হবে পকেট ফাঁকা।
মানুষ লোভে পড়ে দেশের টাকাগুলো
প্রতারক চক্রের হাতে বিদেশে উড়িয়ে দিল,
প্রশাসন বসে ভাবে দেখি কোন অভিযোগ এল,
ভাবতে ভাবতে অকর্মা লোভিরা সর্বশান্ত হলো।
যে দেশে সোনার ফসল ফলে
স্নিগ্ধ বাতাস বয় নদী কুলে,
যে দেশের প্রকৃতি সাজানো ফুলে ফুলে
সে দেশের সোনার ছেলে,
পরিশ্রম করে দু টাকা আয় হলে সগৌরবে দাঁড়াবে মাথা তুলে,
হালাল রোজগারে বরকত আছে বলে,
আমরা গরিব হব
দারিদ্রতা মেনে নেব
প্রলোভনে পড়ে লোভী হতে চাই না
সততার অস্ত্র ধরে মাথা উঁচু করে চলো এগিয়ে যাইনা।
লেখক : মোছাঃ আয়েশা আখতার রোজী, রাজশাহী।