মোছা: আয়েশা আখতার রোজী :
দেশে আমার শিকড়
কেমনে যাব বিদেশ বিভুর,
তবু দিলাম তেপান্তরে পাড়ি
শিকড়ে যে টান পড়েছে ভারী,
আকাশ আমায় সান্তনা দেয়
থাকবে তুমি আমার ছায়ায়,
বাতাস বলে আমি ওতো
দেশ-বিদেশে ঘুরি
চলো যাই তোমার সাথেও উড়ি,
যাত্রা শুরু করে
চারিদিক দেখছি দুচোখ ভরে,
যাত্রাপথের দুপাশ দিয়ে
সারি সারি গাছ নিয়ে
ভাবছি আমি তাই
এমন সুন্দর প্রকৃতি ছেড়ে কেমন করে যাই।
এক পাশের গাছ ডাল বাড়িয়ে মিলে ছেজে আরেক পাশে
চুপি চুপি মনের কথা কয় যে তারা,
ফাঁকে ফাঁকে আকাশ এসে দেয় যে ধরা।
আমার দেশের শিমুল পলাশ কৃষ্ণচুড়া,
সোনার ফসলে মাঠযে থাকে ভরা,
পদ্মা মেঘনা যমুনার জল
উথাল পাথাল ঢেউয়ে উচ্ছল।
বুকের মাঝে ছবি এঁকে
নিয়ে গেলাম তোমাকে,
আমার প্রিয় বাংলাদেশ
তুমি থেকো কদিন বেশ।
লেখক- মোছা: আয়েশা আখতার রোজী, রাজশাহী।