মোছা : আয়েশা আখতার রোজী :
চলো নতুনের ডাক এসেছে আমরা সবাই যাই,
দেখি কেমন নতুন এলো
খারাপ নাকি অনেক ভালো,
জানতে হবে তাই
চলো নতুনের ডাক এসেছে আমরা সবাই যাই।
নতুন কিছু শিখতে হলে
চেষ্টা করো প্রাণ খুলে,
আনন্দের এই শিক্ষাক্রমে
পড়া শিখো খেলার ছলে,
কি আনন্দ ভাই
পরীক্ষা যে নাই,
চলো নতুনের ডাক এসেছে
আমরা সবাই যাই।
পড়ার ফাঁকে কাজের শিক্ষা
দিতে বলে এই শিক্ষাক্রম,
ভালো আচরণ করতে হবে
মিলেমিশে থাকতে হবে,
প্রতিযোগিতা ছেড়ে এবার সহযোগিতা চাই,
চলো নতুনের ডাক এসেছে
আমরা সবাই যাই।
এবার মজা আছে বিদ্যালয়ে
হাতে কলমে শিখতে হবে মাঠে গিয়ে,
শুধু শ্রেণিকক্ষে বই নিয়ে পড়াশোনা আর নয়,
দরকার পড়লে যেতে হবে স্কুলের বাইরেও,
এমন সুন্দর নিয়ম কানুন আগে দেখি নাই
চলো নতুনের ডাক এসেছে
আমরা সবাই যাই।
স্কুলের যত পড়াশোনা প্রজেক্ট এর কাজ
করতে হবে মিলেমিশে জোট বেঁধে আজ,
যে যা পারে করবে সেটাই
না পারলেও সমস্যা নাই,
সবাই মিলে শিখিয়ে দিবে
কোন চাপ নাই,
চলো নতুনের ডাক এসেছে
আমরা সবাই যাই।
লেখক- মোছা: আয়েশা আখতার রোজী, রাজশাহী।