মোছা: আয়েশা আখতার রোজী :
কন্যাদ্বয়ের মাঝে
সম্পর্ক বেশ বাজে।
সারা বেলা
ঝুট ঝামেলা,
লেগেই যেন থাকে
বিচার পতি ভাবে তারা মাকে,
রোজ রোজ শত শত কেচ
আমি বাপু বুঝিনা এত প্যাচ,
ঝুট ফুরালে পিরিত গলায় গলায়
একজনকে ছাড়া আরেকজনের চলা যেন দায়,
আমি ভাবি, আর কোনো সমস্যা নাই৷
এমন মেয়ে দুটো কেনো পাঁচটা হলেও ক্ষতি নেই
বড় কন্যা কাজে পটু, ছোট কন্যা পড়ায়,
ছবি আঁকা ও কবিতায় দুজন ওরা সমান সমান যায়।
নয়ন মাঝে স্বপ্ন সাজে, নিত্য নতুন বাজনা বাজে
হাজার একটা ভাবনারা ভিড় করে
সবই আমার কন্যাদ্বয়কে ঘিরে।
খানিক পরে আবার শুরু……..
আমি ভাবি থাকুক আমার শূন্য গোয়াল চাইনা এমন দুষ্টু গরু।
এমনি ভাবে দিন কেটে যায়
দিনের শেষে ওদের মাঝেই প্রান খুঁজে পাই।
লেখক : মোছা: আয়েশা আখতার রোজী, রাজশাহী।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew