ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় শরিফুল ইসলাম (৪৩) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। শরিফুল চাঁপাইনবাবগঞ্জ পৌর পশ্চিম পাঠানপাড়া এলাকার মোস্তাবের হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২০১১ সালের ১৬ মার্চ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অক্ট্রয় মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একশত (১০০) গ্রাম হেরোইনসহ আটক হন শরিফুল।
এ ব্যাপারে ওইদিন সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিদর্শক সাইফুল ইসলাম মামলা করেন। সাইফুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ২০১১ সালের ১৬ এপ্রিল শরিফুলকে একমাত্র অভিযুক্ত করে মামলার চার্জশীট দাখিল করেন। সাক্ষী গ্রহণ, প্রমাণ ও শুনানী শেষে রোববার আদালত শরিফুলকে দোষি সাব্যস্ত করে দণ্ড প্রদান করে।