ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর সরিষা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অন্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ কম ও মুনাফা বেশী হওয়ায় কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। ফলে প্রতি রবি মৌসুমেই সরিষা চাষের লক্ষ্যমাত্রা বাড়ছে।
জানা গেছে, তানোর প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। ফলে রবি মৌসুমে সেচ সংকটের কারণে অনেক জমিতে ধান উৎপাদন করা সম্ভব হয় না। বিগত দিনে এসব জমি পতিত পড়ে থাকলেও,কৃষি বিভাগের প্রচারণায় এসব জমিতে এখন সরিষা চাষ হচ্ছে। উপজেলার বিভিন্ন এলকায় কিছু কিছু জমিতে সরিষা কাটা-মাড়াই শুরু হয়েছে। এবার আবহাওয়া অনুকুল থাকায় আশানুরুপ ফলন ও ভালো দাম পেয়ে কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে।
উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা, বাতাসপুর, মালশিরা এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে সরিষা উঠানো নিয়ে শ্রমিকেরা ব্যস্ত রয়েছে।চারদিক থেকে শুধু সরিষা দানার সুবাস ভেসে আসছে।
কৃষকরা বলছেন, বাজারে ভালো দাম আছে, এবার ফলনও বেশ ভালো। গত মৌসুমেও তারা সরিষা চাষা করে বাম্পার ফলন ও ভাল দাম পেয়ে এবারও সরিষা চাষ করেছেন।
এদিকে ২২ জানুয়ারী শনিবার সরেজমিন বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মাঠের উচু জমিগুলোতে এই বছর প্রচুর পরিমাণে সরিষা চাষ করা হয়েছে।
উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) গাল্লা গ্রামের কৃষক সাদিকুল ইসলাম বলেন, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার চাষাবাদ ভালো হয়েছে। বেশির ভাগ মাঠ জুড়ে শুধু সরিষা আর সরিষা। কয়েকদিনের মধ্যে কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে বিগত বছরগুলোর তুলনায় এ বছর সরিষার ভালো ফলন পাওয়া যাবে, খেতে সরিষা দেখে মন জুড়িয়ে যায়।
জুমারপাড়া গ্রামের সরিষা চাষি আব্দুর রশীদ জানান, তিনি ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন ফলনও ভালো হয়েছে, প্রতি মণ সরিষা ২ হাজার ৫শ টাকা দরে বিক্রি করেছেন। তিনি আরো জানান, দু’বিঘা জমিতে উৎপাদন খরচ বাদ দিয়ে তার ২০ হাজার টাকা বেশি লাভ হয়েছে।
উপজেলা কৃষি সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২টি পৌরসভা এবং ৭টি ইউনিয়নে এক হাজার ৫শ’ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে উন্নত জাতের সরিষা হলো টরি ৭ ,বারি-১৪ এবং বারি-১৫ জাতের সরিষার বেশী ছাষাবাদ হয়েছে। গত মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল প্রায় এক হাজার ২শ হেক্টর। চলতি মৌসুমে সরিষা চাষ হয়েছে প্রায় দেড় হাজার হেক্টর, সেই হিসেবে এ বছর সরিষা চাষ বেড়েছে প্রায় ৩শ’ হেক্টর জমিতে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সামিমুল ইসলাম জানান, সরিষা চাষে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধকরণ করে থাকেন এবং উৎপাদন বৃদ্ধির জন্যও কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করা হয়।
তিনি বলেন, কৃষি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ, পরামর্শ ও আবহাওয়া অনুকুল থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।