IMG-LOGO

রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে পদ্মায় গোসলে নেমে সপ্তম শ্রেণীর ২ ছাত্রের মৃত্যুশান্তি নিবিড় সেবা ফাউন্ডেশন ও পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা পদকরাণীনগরে হিট স্ট্রোকে ধানকাটা শ্রমিকের মৃত্যুধামইরহাটে পানির স্তর নেমেছে ১০০ ফুট নিচেগ্রেফতার আতঙ্কে নেতানিয়াহুএসএসসির ফল প্রকাশ কবেমালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০৬ অভিবাসীকে গ্রেপ্তারজঙ্গলে পাওয়া গেলো গুলিবিদ্ধ দুই মরদেহযুক্তরাষ্ট্রে গুলিতে ২ বাংলাদেশি নিহতবাগমারায় কৃষি প্রযুক্তি মেলা ও বিনামূল্যে প্রণোদনার উদ্বোধনগোমস্তাপুর ইসলামি সাংস্কৃতিক উৎসবের সমাপনী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপিকে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের স্মারকলিপিআবারও মেসির জোড়া গোলআজ শেখ জামালের জন্মদিনচীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২৮ জানুয়ারি, ২০২২, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৩১ – ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।

১৮৭১ – জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে।

১৮৮২ – কলকাতা-বোম্বাই দূরালাপনি চালু হয়।

১৯০৯ – স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে।

১৯১৫ – কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।

১৯৩২ – জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।

১৯৪৫ – তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।

১৯৭৯ – তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।

১৯৮৬ – যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে।

২০১০ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে – লেঃ কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।

জন্ম:

১৮৬৩ – অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী আর্নেস্ট উইলিয়াম জন্মগ্রহণ করেন।

১৮৬৫ – ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা লালা লাজপত রাই জন্মগ্রহণ করেন।

১৮৮২ – মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি জন্মগ্রহণ করেন।

১৮৮৫ – আর্মেনিয়ান কবি ও কর্মী ভাহান তেরিয়ান জন্মগ্রহণ করেন।

১৯২২ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী রবার্ট ডব্লিউ. হলি জন্মগ্রহণ করেন।

১৯৩৬ – আলবেনিয়ান লেখক ইসমাইল কাডারে জন্মগ্রহণ করেন।

১৯৪৪ – ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল জন্মগ্রহণ করেন।

১৯৭৮ – ইতালিয়ান ফুটবল খেলোয়াড় গিয়ানলুইগি বুফফন জন্মগ্রহণ করেন।

১৯৮১ – আমেরিকান অভিনেতা মাহেরকে উড জন্মগ্রহণ করেন।

১৯৯১ – আমেরিকান গায়ক সিজে হ্যারিস জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

৮১৪ – ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন মৃত্যুবরণ করেন।

১৫৪৭ – ইংল্যান্ডের ৮ম রাজা হেনরী মৃত্যুবরণ করেন।

১৯০৩ – ফরাসি সুরকার অগাস্টা হলমেস মৃত্যুবরণ করেন।

১৯৩৯ – নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক ডব্লিউ. বি. ইয়েটস্‌ মৃত্যুবরণ করেন।

১৯৫০ – রাশিয়ান গণিতবিদ নিকোলাই লুযিন মৃত্যুবরণ করেন।

১৯৭৮ – আমেরিকান লেখক ওয়ার্ড মুর মৃত্যুবরণ করেন।

১৯৭৯ – স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাসগুপ্ত মৃত্যুবরণ করেন।

১৯৮৪ – ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান মৃত্যুবরণ করেন।

১৯৯৬ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি মৃত্যুবরণ করেন কবি।

২০১৩ – ইংরেজ ফুটবল খেলোয়াড় রেজ জেনকিন্স মৃত্যুবরণ করেন।

২০১৪ – কানাডিয়ান চিত্রশিল্পী ফার্নান্দ লিডাক মৃত্যুবরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news