ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের হাজির মোড় এলাকায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কুসুম্বা ইউনিয়ন চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন পরিষদের সচিব জায়দুর রহমান, ইউপি সদস্য মাজেদা বিবি, শাহিনুর রহমান, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মোবারক হোসেন, আলম হোসেন, মাবুদ আলী প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন সুত্র জানায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) কাজের ১ম পর্যায়ে ২ হাজার ৫৬ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ১৪ ইউনিয়নে ৬৩টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এক দিনের কাজের বিনিমিয়ে প্রত্যেক শ্রমিক মজুরী পাবে ৪০০ টাকা।