ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রাজশাহীর আইনজীবীদের নিয়ে আগামী বার সমিতির নির্বাচনে সম্মিলিত ভাবে নির্বাচন করার লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টায় বৈঠকে সকলের মতামতের ভিত্তিতে আগামী বার সমিতির নির্বাচনে সভাপতি পদে এ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. একরামুল হক কে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার লক্ষ্যে সকলের একাত্মতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, এ্যাড. ইয়াহিয়া, এ্যাড. সুশান্ত সরকার, এ্যাড. মুনজুর জামান মুকুল, এ্যাড. শিরাজী সালেহীন এলেন, এ্যাড. রবিউল হক কাকর, এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা প্রমুখ।