ধূমকেতু নিউজ ডেস্ক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আসামী পক্ষ এবং বাদী পক্ষ।
রায়ের প্রতিক্রিয়ায় ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী মু. মহিউদ্দিন খান বলেছেন, যে রায় আজকে হয়েছে তা আমাদের প্রত্যাশিত ছিল না। ঘটনাস্থলে ওসি প্রদীপ ছিলেন না। ওনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। যে কারনে আমরা তার খালাস চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদাল যে রায় দিয়েছেন তাতে আমরা সংক্ষুব্দ। আমরা উচ্চ আদালতে আপীলে যাবো।
রায়ের পর আদালত প্রাঙ্গনে মামলার বাদী, মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, আমার প্রত্যাশা ছিল, মামলার প্রধান দুই আসামীর যেন সর্বোচ্চ সাজা হয়। সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই প্রত্যাশা অবশ্যই আমাদের পূরণ হয়েছে। কিন্তু সাতজন যে বেকসুর খালাস পেলেন এ ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তাদেরও তো কিছুটা দায়বদ্ধতা ছিল। সে কারনে তাদের সাজা হতে পারতো।
তিনি বলেন, সন্তুষ্টি সেইদিনই হবে যেদিন রায় কার্যকর হবে।
রাষ্ট্রপক্ষের কৌসুলী ফরিদুল আলম বলেন, ১৫ আসামির মধ্যে দুই জন আসামী লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ছয়জন আসামিকে যাবজ্জীবন কারদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর সাতজন আসামীকে হুজুর আদালত বেকসুর খালাস দিয়েছেন। আদালত পর্যবেক্ষনে যে বক্তব্য উপস্থাপন করেছেন সেখানে দেখা গেছে ৩০২, ২০১, ১০৯, ১২০ (বি), ৩৪ এই ধারাগুলো যে অপরাধ করেছে বলে হুজুর আদালত উল্লেখ করেছে সে অপরাধের সাথে ওই সাতজন জড়িত। সে কারনে আমরা সন্তুষ্ট হতে পারিনি।
মামলায় দু্ই জনের মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাত জনকে মামলার দায় হতে খালাস দিয়েছেন আদালত। সোমবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল রায় ঘোষনা করেন।
মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মামলার এক নম্বর আসামী, টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের বরখাস্ত পরিদর্শক, লিয়াকত আলী ও মামলার দুই নম্বর আসামী টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-মামলার ৩ নম্বর আসামী, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের বরখাস্ত এসআই নন্দদুল্লাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, কনস্টেবল রুবেল শর্মা ও টেকনাফের মারিশবুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াজ উদ্দিন।
এছাড়াও খালাস পেয়েছেন এপিবিএন এর এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো: রাজীব, মো: আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশের কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, লিটন মিয়া ও আব্দুল্লাহ আল মামুন।