ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী স্বরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।
সরস্বতী পূজা উপলক্ষে ৫ই ফেব্রুয়ারি শনিবার সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলার মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। মন্ডপে মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা সহ মেলাও বসেছে ওনেক খানে।
সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী নিজ নিজ স্কুল কলেজে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেন নির্বিঘনে মনোযোগ সহকারে পড়াশুনা করে ভালো ফলাফল করতে পারেন সকলেই দেবীর কাছে সেই প্রার্থনা করেন।
প্রতিটি পূজামন্ডপের বাণী অর্চণায় সমবেত হচ্ছে নানা সাজে সজ্জিত হয়ে নারী, পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা। আবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও উৎসবে যোগ দিচ্ছেন।
অন্যদিকে করোনায় এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী স্কুল খুলে দেওয়ার জন্য আহবান জানিয়েছেন। আবারও নিয়মিত স্কুলে ক্লাস করার জন্য দাবি জানিয়েছেন।
সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়া বলেন, একবছরের অধিক সময় ধরে স্কুলে যেতে পারিনি। স্কুল খুললেও আবারো বিধিনিষেধ এর জন্য স্কুল বন্ধ। সবাইকে ঘরে থাকতে হচ্ছে। এভাবে পড়ালেখা করতে ভালো লাগে না। স্কুলে গেলে বন্ধুদের সঙ্গে দেখা হয় ও শিক্ষকেরা সামনে থেকে পড়ান সেটাই ভালো লাগে। তাই আমাদের স্কুল খুলে দেয়া হোক।’
এদিকে বিভিন্ন পূজামন্ডপে নতুন শিক্ষার্থীদের হাতেখড়ি দেয়া হয়। অ, আ লিখে শিক্ষা জীবন শুরু করছেন তারা।
সনাতন ধর্মীবলম্বীদের মতে, মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। যার ধারবাহিকতায় তারা পূজা করে আসছেন।
বদলগাছী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেব প্রসাদ বলেন, বদলগাছী উপজেলার প্রায় সব মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়ির ছাদসহ অস্থায়ীভাবে কয়েক শত মন্ডপে আজ এই স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরাই বেশি এই পূজা করেন। যার জন্য সুনির্দিষ্ট ভাবে সংখ্যা বলা যাচ্ছে না। শান্তিপূর্ণভাবে পূজা করেছে সবাই। এজন্য প্রশাসনের কঠোর ভূমিকা রয়েছে।
এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম.জিল্লুর রহমান বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে পুজায় অংশগ্রহণ করতে বলা হয়েছে।