ধূমকেতু প্রতিবেদক, নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নাটোর-বগুড়া মহাসড়কের কাজের ঠিকাদারদের এতো প্রভাবশালী হওয়ার কারণ কি? উচ্চ আদালতের নির্দেশের পরও সড়ক ও জনপথ বিভাগ কেন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারছেন না। আগামী এক মাসের মধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের কাজ গুনগতমান ঠিক রেখে সমাপ্ত করেন। আর তা না হলে ঠিকাদারদের লাইসেন্স বাতিল করে কালো তালিকাভুক্ত এবং টেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ সমাপ্ত করেন। আর যদি না করেন তাহলে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবো।
প্রতিমন্ত্রী সোমবার দুপুরে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইউকিউবেশন সেন্টার ভবনে হাই-টেক পার্ক স্থাপন প্রকল্প, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারর স্থাপন প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
উল্লেখ্য, মোট ২৮০ কোটি টাকা ব্যয়ে সিংড়ার শেরকোল এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইউকিউবেশন সেন্টার, হাই-টেক পার্ক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ দ্রæত এগিয়ে যাচ্ছে। উন্নয়ন বঞ্চিত সন্ত্রাসের জনপদ চলনবিল এখন আর পিছিয়ে নেই। সিংড়াকে ডিজিটাল সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে।